১৬ শতাংশ ফেসবুক অ্যাকাউন্টই ভুয়া

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৩৭ অপরাহ্ণ

১৬ শতাংশ ফেসবুক অ্যাকাউন্টই ভুয়া
apps

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ১৬ শতাংশ আইডিই ভুয়া অথবা নকল। এদের মধ্যে একই নাম-পরিচয় ব্যবহার করে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট চালান ১১ শতাংশ। বাকি ৫ শতাংশ ব্যবহারকারী সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ফেসবুক ব্যবহার করে।

সম্প্রতি এ তথ্য প্রকাশ করে জার্মানভিত্তিক পরিসংখ্যান ও বিশ্লেষণধর্মী পত্রিকা স্ট্যাটিসটা।

স্ট্যাটিসটার ওই পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৫ সালে সক্রিয় ব্যবহারকারীর তুলনায় ফেসবুকে নকল আইডির অনুপাত ছিল প্রায় ৫%। ২০১৬ সালে এসে সেটি হয় ৬%। একইভাবে বৃদ্ধি পেতে পেতে ২০১৭ সালে ১০% এবং ২০১৮ সালে এসে ১১% হয়। ২০১৯ সালে নকল আইডির সংখ্যা একই রয়েছে।

অন্যদিকে ২০১৫ সালে ভুয়া আইডির অনুপাত ছিল ২ শতাংশের একটু কম। ২০১৬ সালে ছিল প্রায় ১% থাকলেও ২০১৭ সালে ৩ থেকে ৪% হয়ে যায়। তবে ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভুয়া আইডির অনুপাত ছিল ৫%।

Development by: webnewsdesign.com