স্কটল্যান্ড থেকে কফিনবন্দি হয়ে ফিরছেন সিলেটের এক যুবক

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | ২:২২ অপরাহ্ণ

স্কটল্যান্ড থেকে কফিনবন্দি হয়ে ফিরছেন সিলেটের এক যুবক
apps

দীর্ঘ বিশ বছর অপেক্ষা শেষ হওয়ার পথে ছিল। একবুক আশা নিয়ে দেশে, বাড়িতে ফেরার ক্ষণ গুনছিলেন সেলিম আহমদ। অবশেষে বাড়িতে ফিরছেন তিনি; তবে জীবিত নয়, মৃত হয়ে! স্কটল্যান্ডে খুন হওয়া সেলিমের মরদেহ আগামী শুক্রবার কফিনবন্দি হয়ে ফিরবে নিজ গ্রামের বাড়িতে।

সেলিম আহমদ সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত সাদই মিয়ার ছেলে। স্কটল্যান্ডের ইনভারকেটিং হাই স্ট্রিটের বাংলাদেশি মালিকানাধীন গুলশান তান্দুরি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন তিনি। গত ১৭ সেপ্টেম্বর সহকর্মীর ছুরিকাঘাতে খুন হন সেলিম।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে সহকর্মী ফয়েজের সঙ্গে কথা কাটাকাটি হয় সেলিম আহমদের। এর জেরে তাকে ছুরিকাঘাত করেন ওই সহকর্মী।

সেলিম ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর তাকে এডিনবারার রয়েল ইনফারমারিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক সহকর্মী ব্রিটিশ-বাংলাদেশি ফয়েজকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি অভিযোগে মামলা চলমান।

ফয়েজের স্বজনরা জানান, প্রায় ২০ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন সেলিম আহমদ। আইনী লড়াই শেষে সম্প্রতি পেয়েছিলেন দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। দেশে ফিরতে চেয়েছিলেন শিগগিরই।

এদিকে, সেলিমের মরদেহ বাংলাদেশে আনার ব্যাপারে কাল মঙ্গলবায় সায় দিয়েছে স্কটল্যান্ডের পুলিশ।

সেলিমের ভাই ইকবাল আহমদ জানিয়েছেন, ইস্ট লন্ডন মসজিদে আজ বুধবার যোহরের নামাজের পর সেলিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার বিমানের বিজি ২০২ ফ্লাইটে কফিনবন্দি করে তার মরদেহ সিলেটের উদ্দেশ্যে পাঠানো হবে। শুক্রবার দেশে আসবে তার মরদেহ।

বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে সেলিমকে, এমনটই জানিয়েছেন তার ভাই।

Development by: webnewsdesign.com