সিলেটে নকল হিজড়াদের আইনের আওতায় আনা হবে-জেলা প্রশাসক

সোমবার, ০৬ মে ২০২৪ | ৭:৩৬ অপরাহ্ণ

সিলেটে নকল হিজড়াদের আইনের আওতায় আনা হবে-জেলা প্রশাসক
apps

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন- হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হিজড়া জনগোষ্ঠীকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন- হিজড়াদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ, কর্মক্ষেত্র সৃজন, পরিচয়পত্রের ব্যবস্থা, দক্ষিণ সুরমার ভোটার হিজড়াদের আশ্রয়ন প্রকল্পে আবাসনের ব্যবস্থা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। তবে নকল হিজড়া ও বেআইনি চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এদের আইনের আওতায় আনা হবে। তিনি রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে নারী উদ্যোগ কল্যাণ সমিতি আয়োজিত ‘জাতীয় উন্নয়নে হিজড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা করণীয় শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সমাজসেবা সিলেট জেলার উপ-পরিচালক মো. আব্দুর রফিক, সিলেটের সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলী ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর সভাপতি রজত কান্তি গুপ্ত। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভাপতি সাহিদা শিকদার। মতবিনিময় সভায় হিজড়া নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

Development by: webnewsdesign.com