সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবি‘র অভিযানে ২১টি ভারতীয় গরু আটক

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ | ৮:২৪ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবি‘র অভিযানে ২১টি ভারতীয় গরু আটক
apps

সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্তে ৪৮ বিজিবি ও ১৯ বিজিবি‘র জৈন্তাপুর ক্যাম্প‘র পৃথক অভিযানে ২০টি বাছুর সহ ২১ টি গরু আটক করে।

 

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারী বিকাল ৩টায় ডিবির হাওর সীমান্তে দিয়ে চোরাকারবারী দলের সদস্যরা ভারত হতে বাংলাদেশে প্রবেশ কালে গোপন সংবাদের ভিত্তিত্বে ক্যাম্প কমান্ডার দাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান করে ১টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
অপর দিকে ১৯ বিজিবি‘র অভিযানে জৈন্তাপুর ক্যাম্পের সহকারী কমান্ডার মোস্তাফিজুর রহমান‘র নেতৃত্ব ১২৮৮নং টিপরাখলা সীমান্তে অভিযান করে ২০টি বাছুর গরু আটক করে াক্যাম্পে নিয়ে আসে। এলাকাবাসী আরও জানান প্রতিদিন জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে শত শত গরু বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি আরোও সতর্ক থাকলে চোরাকারবার রোধ করা সম্ভব।

 

 

এ ব্যপারে ৪৮ বিজিবির ডিবির হাওর ক্যাম্প কমান্ডার দবিরুল ইসলাম ও ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নুরুল হুদা জানান, বিজিবি‘র টহল আগের চেয়ে আরোও বৃদ্ধি করা হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে আসছি এবং অভিযানের ফল স্বরুপ আমরা গরু আটক করতে সক্ষম হচ্ছি।

Development by: webnewsdesign.com