সিলেটের কোম্পানীগঞ্জে পাথর উত্তোলন বন্ধে এবার পুলিশের মাইকিং

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ৭:২১ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর উত্তোলন বন্ধে এবার পুলিশের মাইকিং
apps

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরফিন টিলায় গর্ত করে পাথর উত্তোলন বন্ধ করতে থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেবফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার এসআই মোস্তাকের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাইকিং করেন।

মাইকিংয়ে বলা হয়, শাহ আরফিন টিলা থেকে পাথর উত্তোলন বন্ধের জন্য হাইকোর্টের আদেশ রয়েছে। এই আদেশ অমান্য করে যারা টিলা কেটে, গর্ত করে পাথর উত্তোলন করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা ওসি সজল কুমার কানু বলেন, শাহ আরফিন টিলায় হাই কোর্টের আদের্শ অমান্য করে কোনভাবেই অবৈধভাবে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে সকল ধরনের ব্যবস্থা প্রসাশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

তিনি জানান, শাহ আরফিন টিলা ছাড়াও উৎমা এলাকার এডিএমএ’র বাগানসহ যেসব স্থানে অবৈধভাবে পাথর উত্তোলন হচ্ছে তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধভাবে পাথর উত্তোলনের নেপথ্যে যারা রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

Development by: webnewsdesign.com