সহযোগিতার হাত বাড়িয়ে দিল শ্রীলঙ্কার অর্থনীতি বাঁচাতে ছোট্ট শিশু

মঙ্গলবার, ১০ মে ২০২২ | ৩:৩২ অপরাহ্ণ

সহযোগিতার হাত বাড়িয়ে দিল শ্রীলঙ্কার অর্থনীতি বাঁচাতে ছোট্ট শিশু
apps

অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল ছোট্ট এই শিশুটি। মাকে নিয়ে জেলা কালেক্টরের কাজ কাছে গিয়ে তুলে দিলেন নিজের জমানো ৪ হাজার ৪০০ রুপি।

ভারতের তামিল নাড়ুর জেলা কালেক্টর শঙ্কর লার কুমাওয়াতের কাছে শিশু তার জমানো অর্থ তুলে দেন।এ সময় ওই শিশুটি বলেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাই দেশটির মানুষকে সহযোগিতার করার জন্য আমার জমানো অর্থ আমি দান করেছি।

এদিকে এ ঘটনাকে সাধুবাদ জানিয়ে টুইট করেছে শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় হাই কমিশন। টুইট বার্তায় বলা হয়, এ ঘটনার মধ্য দিয়ে শ্রীলঙ্কা ও ভারতের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী শ্রীলঙ্কাকে ১ কোটি রুপি অনুদান প্রদানের ঘোষণা দেন। এরপরই সংগ্রহ করা হয় অনুদানের অর্থ।তামিল নাড়ুর ক্ষমতাসীন রাজনৈতিক দল দ্রাবিডা মুনেত্রা কাজাগাম (ডিএমকে)’র কর্মীরা তাদের এক মাসের বেতন শ্রীলঙ্কার জন্য প্রদানের ঘোষণা দিয়েছেন।

শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের মুখে পড়ার পরই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। দেশটি বিভিন্নভাবে শ্রীলঙ্কাকে সহযোগিতা করে যাচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Development by: webnewsdesign.com