সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাকিব

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | ২:৪১ অপরাহ্ণ

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাকিব
apps

ঘড়ির কাঁটা রাত ১২টার ঘণ্টা বাজাতেই নাগরিক জীবনে প্রবেশ করেছে ২০২০ সাল। আন্তর্জাতিকভাবেই পালিত হয়ে থাকে দিনটি। বাদ যায় না বাংলাদেশও। নতুন বছরকে স্বাগত জানাতে মধ্যরাতেই নানান আয়োজন করেছেন দেশের মানুষেরা।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেই নিজেদের ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন নতুন বছরের। পুরনো বছরের সকল ব্যর্থতা ও নেতিবাচকতা ভুলে, নতুন বছরে ইতিবাচক শুরুর আহ্বানই করেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীমরা।

জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘২০২০ সাল আমাদের জন্য একটা নতুন দশকের সূচনা। বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।’
প্রায় একই সুরে শুভেচ্ছা জানান মুশফিকও। তিনি লিখেছেন, ‘প্রতিটি সমাপ্তি একটা নতুন সূচনার বার্তা দেয়। আপনাদের আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় দৃঢ় রাখুন, তাহলে সবসময় জয়ের পথেই থাকবেন। সাহস, বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি বছর ভালোভাবে কাটাতে পেরেছি, আলহামদুলিল্লাহ! সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
তবে সাকিব-মুশফিকের মতো কোনো বিশেষ বার্তা দেননি জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। নিজের একটি ছবি পোস্ট করে, ক্যাপশনে ইংরেজি হরফে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার (নতুন বছরের শুভেচ্ছা)।’

Development by: webnewsdesign.com