রাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন, এবার প্রতি আসনে লড়বেন ৪৫ শিক্ষার্থী

বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | ৪:৪০ অপরাহ্ণ

রাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন, এবার প্রতি আসনে লড়বেন ৪৫ শিক্ষার্থী
রাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন সম্পন্ন, এবার প্রতি আসনে লড়বেন ৪৫ শিক্ষার্থী
apps

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে কোটাসহ আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বুধবার (৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা এসব তথ্য নিশ্চিত করেন। গতকাল (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিটে চতুর্থ ধাপে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়।
আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় কোটা ছাড়া ‘এ’ (মানবিক), ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে শেষ পর্যন্ত কোটাসহ ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। চার ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষে মোট জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি আবেদন। ফলে এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য প্রতিদ্ব›দ্বীতা করবেন ৪৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

আইসিসি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, গতকাল দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে চতুর্থ ধাপের চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

এই অধ্যাপক আরও বলেন, কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সেটি আমরা এখনও নির্ধারণ করিনি। সিটপ্ল্যান তৈরির কাজ চলছে। এটি সম্পূর্ণ হলেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ জানানো হবে।
আগামী ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Development by: webnewsdesign.com