রাজশাহী নগরীতে ধ্বসে পড়লো ওয়ার্কার্স পার্টি অফিসের সামনের অংশ

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | ৫:১৭ অপরাহ্ণ

রাজশাহী নগরীতে ধ্বসে পড়লো ওয়ার্কার্স পার্টি অফিসের সামনের অংশ
apps

রাজশাহীতে ধ্বসে পড়েছে ওয়ার্কার্স পার্টির অফিসের সামনের অংশ। মঙ্গলবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। জরাজীর্ণ ভবনটির নিচের অংশে রাজশাহী প্রেস ক্লাব রয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এতদিন ভবনটিতে ঝুঁকি নিয়েই দুটি অফিসের কার্যক্রম চলছিলো।

স্থানীয়ারা জানান, যেভাবে ভবনটির সামনের অংশ ভেঙে পড়েছে, সেটি দিনের বেলা বা মধ্য রাতের আগে হলে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত। কারণ ওই স্থানে প্রচুর জনসমাগম লেগেই থাকে। এই অবস্থায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার দাবি জানিয়েছন স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন ভবনটি সামনের অংশ মারাত্মকভাবে ধসে পড়েছে। জরাজীর্ণ এ ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দিনের কোন এক সময় এ ঘটনা ঘটলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারত।

জানা যায়, ১৯৪৫ সালে ভবনটি নির্মাণ করা হয়। পুরনো এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো। কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়নি।

Development by: webnewsdesign.com