রাজধানীর কদমতলীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ২:২০ অপরাহ্ণ

রাজধানীর কদমতলীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
apps

 

রাজধানীর কদমতলীর জোড়াখাম্বা এলাকায় থেকে সিনথিয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামী তুহীন ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মজুমদারের বাড়ির চারতলায় ভাড়া থাকতেন ওই নারী। তিনি সিনথিয়া মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার আরজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন খানের মেয়ে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন ‘সিনথিয়ার শরীরে আঘাতের চিহ্ন দেখে আমরা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছি। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। তার স্বামী তুহীনকে আটক করা হয়েছে।’

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, ওই কাউন্সিলরের বাড়ির চারতলায় তারা ভাড়া থাকতেন। কাউন্সিলর থাকেন দ্বিতীয় তলায়।

ওই দম্পতির ১১ বছরের সংসারে কোনো সন্তান নেই। স্বামী তুহীনের গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট মোবাইল এক্সেসরিজের দোকান আছে।

সিনথিয়ার স্বামীই তাকে হত্যা করেছে বলে দাবি করেছেন সিনথিয়ার ভগ্নিপতি আব্দুস সালাম হাওলাদার।

মৃত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রেখেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Development by: webnewsdesign.com