‘রক্ত লেগে যাবে বলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের গাড়িতে তুলে না মালিকরা’

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৩৮ অপরাহ্ণ

‘রক্ত লেগে যাবে বলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের গাড়িতে তুলে না মালিকরা’
apps

দুর্ঘটনা হলে মানুষ রক্তাক্ত হয়। এই রক্ত গাড়িতে লেগে যাবো বলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের গাড়িতে তুলতে চান না গাড়ি মালিকরা বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, ‘তাদের কাছে দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তির চেয়ে গাড়ির মূল্য বেশি।’

 

 

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ট্রমালিংক আয়োজিত ‘সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক সেবা প্রদানধর্মী স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রমের ৫ বছর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুঃখজনক ও মর্মান্তিক বিষয় হলেও, যে মানুষগুলোকে চিকিৎসা দিয়ে আমরা বাঁচাতে পারতাম তাদের সময়মতো সঠিক চিকিৎসা দিতে পারছিনা বলে সেই মানুষগুলো মৃত্যুবরণ করছে।’

 

 

 

 

ইলিয়াস কাঞ্চন তার স্ত্রীর দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘আমার স্ত্রী যখন সড়ক দুর্ঘটনায় আহত হন তখন একই অবস্থা হয়েছিল। তাকে চিকিৎসা দেয়া যায়নি। সেই রাজবাড়ীতে সেখানে গাড়ি থামানোর চেষ্টা করা হয়েছিল। সেসময় এটিএম শামসুজ্জামান ছিলেন, তিনিও কোন গাড়ি থামাতে পারেননি। আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থামানোর চেষ্টা করছিলেন তিনি। কেউ গাড়ি থামায়নি।’

‘দুর্ঘটনা ঘটলে মানুষ রক্তাক্ত হয়। মানুষের জীবনের থেকে গাড়িওয়ালাদের কাছে ‘গাড়িতে রক্ত লেগে যাবে’ বিষয়টি অনেক বড়। মানুষের দ্বারা সৃষ্ট সড়ক দুর্ঘটনা। মিশুক-মুনীরদেরও চিকিৎসা দেয়া যায়নি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডিএমপির দক্ষিণ ট্রাফিক জয়েন্ট কমিশনার বাসুদেব বানিক, বিআরটিএর ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম, ট্রমালিংকের চেয়ারপারসন মোহাম্মদ নূর চৌধুরী প্রমুখ।

Development by: webnewsdesign.com