মেডিকেল শিক্ষার্থীরা দায়বদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০ | ৮:৩৪ অপরাহ্ণ

মেডিকেল শিক্ষার্থীরা দায়বদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী
apps

মেডিকেল শিক্ষার্থীরা জনগণের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, ‘জনগণের কাছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় মেডিকেল কলেজ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশুনার ব্যয় নির্বাহ করা হচ্ছে। শিক্ষার্থীদের সেবার মন-মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।’

আজ শুক্রবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের অ্যাকাডেমি ভবন ও হলের উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

 

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছু দিনের মধ্যে সারাদেশে মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্য সেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজগুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজকে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘সারাদেশে হাসপাতালগুলোয় পাবলিক টয়েলেট নির্মাণ করা হবে। পুরনো ৮টি মেডিকেল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে ।’

এর আগে মন্ত্রী কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমি ভবন ও পৃথক দুটি হলের উদ্বোধন করেন।

Development by: webnewsdesign.com