মারা গেলেন কাবা শরীফের দরজার ডিজাইনার

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | ৪:৩৪ অপরাহ্ণ

মারা গেলেন কাবা শরীফের দরজার ডিজাইনার
apps

পবিত্র কাবা শরীফের দরজার নকশাকার প্রকৌশলী মুনির আল জুনদি মারা গেছেন। শনিবার দক্ষিণ জার্মানির একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

১৯৭০ সালে সৌদি আরবের তৎকালীন বাদশাহ খালেদ বিন আবদুল আজিজের নির্দেশে পবিত্র কাবা ঘরের একটি দরজা নির্মাণ করা হয়। সোনা দিয়ে তৈরি সেই দরজার নকশা করেন প্রকৌশলী মুনির আল জুনদি।

সিরিয়ার হেমস শহরে জন্ম নেয়া এ প্রকৌশলীর নাম পবিত্র কাবার দরজার ওপর লেখা রয়েছে। ২৮০ কেজি বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করে কাবা শরীফের দরজাটি বানান তিনি।

প্রায় দেড় বছর সময় ধরে দরজা তৈরির প্রকল্পটি শেষ করেন মুনির আল জুনদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সূত্র: আল-আরাবিয়া আরবি

Development by: webnewsdesign.com