বড়লেখায় বই উৎসব

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ | ৮:৩৩ অপরাহ্ণ

বড়লেখায় বই উৎসব
apps

সারাদেশের ন্যায় বড়লেখার স্কুল ও মাদ্রাসা গুলোতে আজ সকাল থেকেই কোমলমতি শিশুদের ছিল ভিড়। কেউ স্কুলে এসেছে নতুন পোশাক পড়ে। কারও মাথায় রঙিন টুপি।আজ নতুন বই দেওয়া হবে শুনে শীত উপেক্ষা করে ভিড় জমায় বিদ্যালয়ে। পরে এক যোগে বিতরণ করা হয় নতুন পাঠ্যবই। বই হাতে পেয়ে কেউবা উল্টান পাতা, আবার কেউবা দেখে ছবি। সবার চোখে মুখে আনন্দের সীমা নেই। নতুন বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসবে মেতে উঠেছে দেশ। সবাই মেতেছে ‘বই উৎসবে’।

সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে ‘বই উৎসবে’ র’আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সব প্রতিষ্ঠানে একযোগে পালন করা হয় বই উৎসব।
বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এরপর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন অতিথিরা। বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবের আরো খবর।
“শিক্ষা নিয়ে গড়বো দেশ” ‘শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে মাধ্যমিক স্তরের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসবে দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা.স্বপন কুমার চক্রবর্ত্তী,শিক্ষক আব্দুল হামিদ র’ সঞ্চালনায় বক্তব্য রাখেন,স্কুলের প্রধান শিক্ষক দ্বিপক রন্জন দাস,সহ-কারি প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস,শিক্ষক প্রদিপ দাস,শ্যামল কান্তি দাস,আব্দুল মন্নান,শিক্ষানুরাগী রাখাল চক্রবর্ত্তী,ছাত্র অভিভাবক ছয়াব আলী, রুহেল আহমদ,সাংবাদিক মস্তফা উদ্দিন, সুমত দাস প্রমুখ।
দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণী উৎসবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুৃমিন আলী। শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,স্কুলের প্রধান শিক্ষক পটল চন্দ্র দাস,ব্যবস্থাপনা কমিটির সদস্য মনির আলী,অভিভাবক আজিজুর রহমান,দিবারন্জন দাস প্রমুখ।

গল্লাসাংগন উচ্চ বিদ্যালয় : বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আইন উদ্দিন। এতে শিক্ষক মাহমুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ময়নুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন, গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম, সিরাজ উদ্দিন, ছাত্রনেতা তোফায়েল আহমদ স্বপন প্রমুখ।
রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল : বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। প্রধান শিক্ষক ইকবাল আহমদের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, কোয়াব সভাপতি ছালেহ্ আহমদ জুয়েল প্রমুখ।
গল্লাসাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয় : বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস শাকুর। শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন, গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম, সিরাজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।

ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেহীন সিদ্দিকী। আলোচনা সভায় সহকারী শিক্ষক শুভাশিস দে শুভ্রর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বদর উদ্দিন প্রমুখ।

এছাড়া সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়,টুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,চান্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,সেন্ট দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয়,বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়,ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় :মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বড়লেখা উপজেলা প্রশাসন স্কুল, বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌর শহরের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে একযোগে বই বিতরণ হয়।

Development by: webnewsdesign.com