বড়লেখায় শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুবই উচ্ছ্বাসিত

শনিবার, ০১ জানুয়ারি ২০২২ | ৬:৪৮ অপরাহ্ণ

বড়লেখায় শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুবই উচ্ছ্বাসিত
apps

বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উচ্ছ্বাসের বাড়তি আনন্দ যোগ করেছে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে।

নতুন বই বিতরণকে ঘিরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রতিটি স্কুলেই সকাল থেকে ছিল উৎসবের আমেজ। বই হাতে পেয়ে বাড়তি উচ্ছ্বাসে মেতেউঠে শিক্ষার্থীরা। উচ্ছ্বাস ছুঁয়ে যায় শিক্ষক-অভিভাবকদেরও।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক কার্যালয় সূত্রে জানা গেছে,সারা দেশের ন্যয় বড়লেখা উপজেলার মাধ্যমিক ৩৭ টি বিদ্যালয়, ১৪ টি দাখিল মাদ্রাসা, ও ১ টি স্কুল এন্ড কলেজ এবং ১৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্য বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,খন্দকার মুদাচ্ছির বিন আলী, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা,একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন প্রমূখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম সংবাদ মাধম্যেক জানান,শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। বছরের প্রথম দিন উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

এদিকে, নতুন বই হাতে পেয়ে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজ এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী উর্মিলা দাস উর্মি বলেন, ‘আমাদের কাছে নতুন বছর মানেই হচ্ছে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া, নতুন বই হাতে পাওয়া। নতুন বই এর ঘ্রাণে যে অনুভূতি তা বোঝানো যাবেনা।

দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আহমদ সাইদ বলেন, নতুন ক্লাসে উত্তীর্ণ হয়ে, বছরের প্রথম দিন নতুন বই হাতে পেওয়া খুব ভালো লেগেছে।

Development by: webnewsdesign.com