বিমান দুর্ঘটনায় পাকিস্তানে নিহত ২

সোমবার, ১৩ জানুয়ারি ২০২০ | ১:২৮ অপরাহ্ণ

বিমান দুর্ঘটনায় পাকিস্তানে নিহত ২
apps

বিমান বিধ্বস্ত হয়ে পাকিস্তানে পাইলটসহ অন্তত দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি গণমাধ্যম জানায়, নিহতদের পরিচয় এরই মধ্যে শনাক্ত করা গেছে। তারা হলেন- বিমানটির পাইলট শোয়েব মালিক ও কেন্দ্রীয় খাদ্য শস্য বিভাগের ইঞ্জিনিয়ার ফাওয়াদ বাট।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, সাদিকাবাদ এলাকায় তারা বিমান থেকে কীটনাশক ছিটানোর কাজ করছিলেন। ছোট সেই বিমানটিতে পাইলট ও সরকারের খাদ্য রক্ষা বিভাগের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ করেই তখন একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা ছুটে গিয়ে বিমানে থাকা দুই জনের মরদেহ উদ্ধার করেন। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’ উল্লেখ্য, গত কয়েক মাস যাবত অঞ্চলটির খাদ্য শস্যগুলোতে পোকার আক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর সে কারণেই বিমান থেকে কীটনাশক ছিটানোর কাজ শুরু করে সরকার।

Development by: webnewsdesign.com