বায়ুদূষণে আজ তৃতীয় রাজধানী ঢাকা

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ

বায়ুদূষণে আজ তৃতীয় রাজধানী ঢাকা
বায়ুদূষণে আজ তৃতীয় রাজধানী ঢাকা
apps

আজও ‘অস্বাস্থ্যকর’রাজধানী ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবার সকালে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। সে সময় শহরটির স্কোর ছিল ১৬১। সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) রাজধানী ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

এদিকে, ওই সময় ১৯০ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছিল নেপালের কাঠমান্ডু। ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ এর বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা সংশ্লিষ্ট শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Development by: webnewsdesign.com