তেঁতুলিয়ায় রণচন্ডী বিওপি বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

বুধবার, ০৮ মে ২০২৪ | ১:৪০ অপরাহ্ণ

তেঁতুলিয়ায় রণচন্ডী বিওপি বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত
তেঁতুলিয়ায় রণচন্ডী বিওপি বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত
apps

গতকাল মঙ্গলবার দিনগত রাতে তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী বিওপি আওতাধীন খয়খাটপাড়া দরগাসিং এলাকায়এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলা ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসিন আলী ও একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলা দরগাসিং এলাকায় ওই দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বিএসএফ সদস্যরা ওই দুই যুবকের মরদেহ ভারতে নিয়ে যায়।

জানা গেছে, রাতে তারা অবৈধভাবে গরু আনতে তারাকাটা কেটে ভারতের প্রবেশের চেষ্টা করছিল। পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পেয়েছি । তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। এ নিয়ে পতাক়া বৈঠকের প্রস্তুতি চলছে।

Development by: webnewsdesign.com