বাগেরহাটে ডাকরায় বধ্যভূমির গণহত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

সোমবার, ০৩ জানুয়ারি ২০২২ | ৫:১২ অপরাহ্ণ

বাগেরহাটে ডাকরায় বধ্যভূমির গণহত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
apps

বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরার বধ্যভূমির গণহত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার দুপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে মোংলা পোর্টের পুরাতন পৌর ভবনের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে ১৯৭১ সালে রামপাল উপজেলার ডাকরার বধ্যভূমির গণহত্যাকারী, নারী ধর্ষক, খুনী আব্দুস সালাম এখনও বহাল তবিয়তে রয়েছে। আজও তার কোন বিচার হয়নি। বর্তমানে এইসব রাজাকার ও তাদের দোষররা আওয়ামী লীগের ঘাড়ে ভর করেছে। এদের বহিস্কার ও আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।মানবন্ধনে মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের প্রতিনিধি ও ঘাতক দালাল নিমূল কমিটির লোকজন অংশগ্রহন করেন । মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক ইদ্রিস আলী ইজারাদার, মোঃ জাহাংগীর হোসেন খান, মানবাধিকার কর্মী সুমি লিলা, মুক্তিযোদ্ধা কুদ্দুস ইজারাদার প্রমুখ।

 

Development by: webnewsdesign.com