বরিশালের গৌরনদীতে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই

শনিবার, ০২ অক্টোবর ২০২১ | ৬:২৩ অপরাহ্ণ

বরিশালের গৌরনদীতে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই
apps

বরিশাল জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী বন্দরে আজ শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

বন্দরের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে বন্দরের ব্যবসায়ী ও ইউপি সদস্য বাদশা মিয়ার লেপ-তোষক তৈরির দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে বন্দরের ১২টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে গৌরনদী, উজিরপুর ও বরিশালের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের চেষ্টা চলছে।

Development by: webnewsdesign.com