প্রতি জেলায় মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় করবে সরকার, পরিকল্পনামন্ত্রী

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ৬:১২ অপরাহ্ণ

প্রতি জেলায় মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় করবে সরকার, পরিকল্পনামন্ত্রী
apps

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার দিকে সরকার বিশেষ নজর দিয়েছে সরকার। প্রতিটি জেলাতেই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যাল প্রতিষ্ঠার উদ্যোগ রয়েছে বর্তমান সরকারের। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সরকারি কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, ‘শিক্ষা নিয়ে অনেক বিশাল চিন্তাভাবনা আছে। শিক্ষা ব্যবস্থাকে কেরানি তৈরির উৎস কিংবা কেরানিনির্ভর প্রতিষ্ঠান না বানিয়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক প্রতিষ্ঠান করা হবে। শিক্ষা ব্যবস্থার গিয়ার পরিবর্তন করা হবে। একটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী রাখা যাবে না। প্রয়োজনে কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হবে। এর জন্য প্রতি জেলাতেই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার।’

 

তিনি আরও বলেন, ‘আমরা উন্নয়নের দৌড়ে ছুটছি, মুক্তিযুদ্ধে যাওয়ার আগে অনেকেই ভেবেছিল আমরা পারব কি-না, আমরা পেরেছি। আমরা এগিয়ে যাচ্ছি আর থেমে থাকা যাবেনা। যদিও আমাদের অনেক কিছুই কম রয়েছে, আমরা কম পয়সার রাষ্ট্র তবু এ দেশ এগিয়ে যাবে। বাঙালীদের বিকল্প বাঙালীই। তাই কোন ভয় নেই এদেশ এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে সুনামগঞ্জ সরকারি কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

Development by: webnewsdesign.com