পাকিস্তানকে এবার ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

রবিবার, ০৫ মার্চ ২০২৩ | ১:০৯ অপরাহ্ণ

পাকিস্তানকে এবার ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন
পাকিস্তানকে এবার ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন
apps

চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি) পাকিস্তানের জন্য নতুন করে ১৩০ কোটি ডলার (১.৩ বিলিয়ন) ঋণ অনুমোদন করেছে। শুক্রবার এই ঋণের অনুমোদন দেয় আইসিবিসি। খবর রয়টার্সের।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানান, এই ঋণ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে। চীনের এই ঋণ তিন কিস্তিতে ঢুকবে, তার মধ্যে প্রথম কিস্তির ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার এরই মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক পেয়ে গেছে, টুইটে এমনটাই বলেছেন তিনি।
তিনি জানান, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান আইসিবিসিকে যে ঋণ পরিশোধ করেছিল, তা-ই আবার ফেরত পাচ্ছেন তারা।

দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তার অংশ হিসেবে চীন এরই মধ্যে ইসলামাবাদকে ৭০০ মিলিয়ন বা ৭০ কোটি ডলার ঋণ দিয়েছে। দার বলেছেন, আগের ঋণ চুক্তি অনুযায়ী তারা যা পরিশোধ করেছিল, তার থেকে ২০০ কোটি ডলার ফের ঋণ দিচ্ছে চীন।

Development by: webnewsdesign.com