রাফায় হামলা ‘আসন্ন’: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

সোমবার, ০৬ মে ২০২৪ | ১:৩৯ অপরাহ্ণ

রাফায় হামলা ‘আসন্ন’: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
apps

দীর্ঘ সাত মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। অবিরাম এই হামলায় ওই উপত্যকার বেশিরভাগই ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন বাকি রয়েছে শুধুমাত্র মিশর সীমান্তবর্তী রাফা শহর, যেখানে গোটা গাজার মানুষ প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন। এখন সেখানেও হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল এবং এই হামলা আসন্ন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তবে লাখ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল হয়ে ওঠা এই শহরে বড় ধরনের হামলার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফায় পরিকল্পিত স্থল হামলা ‘আসন্ন’ বলে রবিবার জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মধ্য গাজার নেটজারিম করিডোরে ইসরায়েলি সেনা সদস্যদের তিনি একথা বলেন। তিনি বলেছেন, “আমরা উদ্বেগজনক যেসব লক্ষণ প্রত্যক্ষ করছি, তাতে বোঝা যাচ্ছে- হামাস আমাদের সাথে চুক্তিতে পৌঁছতে চায় না। এর মানে, রাফায় সেনা অভিযান আসন্ন।”
ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘হামাসের বাকি ব্যাটালিয়নগুলোকে’ পরাজিত করতে রাফায় আক্রমণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। টানা সাত মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ১৪ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখানে আশ্রয় নিয়েছেন। মূলত রাফায় হলো গাজা উপত্যকার শেষ অবশিষ্ট এলাকা যেখানে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমণ চালাতে তার সেনাদের প্রবেশের ঘোষণা দেয়নি। গ্যালান্ট বলেছেন, “এই যুদ্ধের জন্য আমাদের স্পষ্ট লক্ষ্য রয়েছে: আমরা হামাসকে নির্মূল এবং গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা (চুক্তির বিষয়ে আলোচনার জন্য) একটি নির্দিষ্ট সময় দিয়েছি।” সূত্র: আনাদোলু এজেন্সি

Development by: webnewsdesign.com