নির্বাচন হবে স্বচ্ছ ও ক্লিন ইমেজের: ওবায়দুল কাদের

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | ৫:২৩ অপরাহ্ণ

নির্বাচন হবে স্বচ্ছ ও ক্লিন ইমেজের: ওবায়দুল কাদের
apps

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আসন্ন সিটি নির্বাচনে আমরা স্বচ্ছ ও ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি। তাই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।
তবে বিএনপি দাবি করতে পারবে না যে তাদের প্রার্থীরা এত ভালো ও ক্লিন ইমেজের। তবে তারা জয়ের স্বপ্ন দেখতেই পারেন। নির্বাচন হবে ভয়মুক্ত, স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ। আমরা বিতর্কমুক্ত নির্বাচন করতে চাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নীতিগতভাবে আমরা ইভিএমের পক্ষে। কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে ইভিএম রাখবে না, সেটা ইসির বিষয়।
প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন নির্বাচন নিরপেক্ষ হতে হবে।
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে। সরকার সব ধরনের সহযোগিতা করবে। ফলাফল যাই হোক, সরকারি দল মেনে নেবে।

প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচন করতে চাই না। নির্বাচনী প্রচারাভিযানে আমাদের প্রার্থীদের ওপর হামলা হয়েছে।

তিনি বলেন, বিএনপির সমস্যা হচ্ছে বিএনপি একটা নালিশ আর অভিযোগের দলে পরিণত হয়েছে। তারা নির্বাচনের ফল গণনার শেষ পর্যন্ত বলতে থাকে নির্বাচনে জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, এসব অবান্তর অভিযোগ তারা সিলেট সিটি নির্বাচনেও দিয়েছে পরে দেখা গেল তারা জিতেছে।

শেষে পর্যন্ত তারা বলতে থাকবে এটা পুরনো অভ্যাস। তাদের অভয় দিলেও বলবে, তারা নিজেরাই ভয়ের মধ্যে থাকে।

Development by: webnewsdesign.com