আলোক সজ্জায় ব্যস্ত মন্ডপগুলো..........

দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত

শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ | ৬:০২ অপরাহ্ণ

দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত
apps

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দরজায় কড়া নাড়ছে। এবারে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এবার ২১ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এ-উপলক্ষ্যে উপজেলার মন্ডপ গুলোতে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। এখন প্রতিমা গুলোতে শেষ মূহুর্তের রংতুলির আঁচড় দিচ্ছে মৃৎশিল্পীরা। আবার কোথাও কোথাও তুলির আঁচড়ে প্রতিমা গুলো সুন্দর করার কাজ করছে প্রতিমা শিল্পীরা।

নিপুণ শিল্পীর কারুকাজে সুন্দর করা হচ্ছে, দেবী দূর্গা, গণেস, কার্তিক, লক্ষী,স্বরস্বতি, অসুর, মহিষাসুরসহ ১২ টি প্রতিমা। মন্ডপ গুলোতে এখন আলোক সজ্জার কাজে ব্যাস্ত ডেকোরেটর এর শ্রমিকরা।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, শুভ মহালয়ের মধ্যে দিয়ে দেবী দুর্গার আগমনের গননা শুরু হয়েছে। চলতি বছরের ১১ অক্টোবর ঘোটকে (ঘোড়ায়) চড়ে মহা ষষ্ঠীর দিনে পৃথিবীতে আসবেন, মহিশ অসুর কে বধ করার মাধ্যমে পৃথিবী থেকে সকল দুর্গতি নাশ করে ১৫ই অক্টোবর দশমির মহাপ্রলয়ের দিনে দোলায় চড়ে আবার স্বর্গে ফিরে যাবেন। পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠেয় পূজায় উপজেলার হাজার হাজার ভক্ত ও পণ্যার্থী শারদীয় দূর্গা উৎসব পালন করবে। তাই উপজেলার প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ।

সরেজমিনে হাকিমপুর(হিলি) পৌর শহরের চন্ডিপুর মন্দির, পালপাড়া মন্দির, গোহাড়া মন্দির, উপজেলার সাদুড়িয়া গ্রামের রাজ নারায়নশাহ সার্বজনীন দূর্গা মন্দির, দক্ষিণ সাহাজাদপুর সার্বজনীন দূর্গা মন্দির, জাংগই সার্বজনীন দূর্গা মন্দির, ঘুরে দেখা যায়, শিল্পীর নিপুণ হাতে চলছে শেষ মূহুর্তের প্রতিমা তৈরীর কাজ। নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে রংতুলির আঁচড়ে কারিগররা ফুটিয়ে তুলছেন দূর্গা দেবীকে।

সনাতন ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসায় হাকিমপুরে যেন দম ফেলার ফুরসরত নেই প্রতিমা তৈরীর কারিগরদের। এবারে নতুনত্ব কিছু দিতে না পারলেও সাধ্যমত চেষ্টা করছেন দেবী দুর্গাকে সাজাতে এমনটিই জানালেন কারিগররা। আর সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে বেড়েছে সবপ্রকার উপকরণের দাম। তাইতো এবার প্রতিমা তৈরীতে একটু খরচ বেশি।

উপজেলার সাদুড়িয়া রাজ নারায়নশাহ সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা তৈরীর কারিগর কনক চন্দ্র মহন্তের সাথে কথা হয়। তিনি বলেন, গত ১৫ বছরের উপর প্রতিমা তৈরীর মতো গুরুত্বপূর্ণ কাজটি করে আসছি। মা দূর্গাকে মন থেকে ভালবাসে অনেক যত্ন সহকারে তৈরি করি এই প্রতিমা।

একমাস আগে প্রতিমা তৈরীর কাজ শুরু করলেও বর্তমানে রংতুলির আঁচরে প্রতিমা গুলোকে জীবন্ত রুপে ফুটিয়ে তোলা হয়েছে। বাজারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি। তারপরও সব কিছু কাটিয়ে সেরা কাজ উপহার দিতে পারবেন বলে আশা করেন কনক।

এদিকে দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এ বছর দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ১২৮৬ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপুজা। আগামী ১১ অক্টোর ষষ্টীপুজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

হাকিমপুর(হিলি)উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর শাহা (রিপন) বলেন, এবারে আমাদের উপজেলায় ২১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পড়া নিশ্চিত করে দুর্গোৎসব পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম জানান, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী(পুলিশ) প্রস্তুত। শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের জন্য পুলিশ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

Development by: webnewsdesign.com