তদন্ত কমিটির মেয়াদ শেষ হলেও প্রতিবেদন প্রকাশ হয়নি আজও

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৩৮ অপরাহ্ণ

তদন্ত কমিটির মেয়াদ শেষ হলেও প্রতিবেদন প্রকাশ হয়নি আজও
apps

মৌলভীবাজার পৌর শহরের সেন্টাল রোডের পিংকি সু ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারের ৩জনসহ ৫ জন পুড়ে মারা যাওয়ার ঘটনায় জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে গঠিত পৃথক দু’টি তদন্ত কমিটি’র সময় শেষ হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। দু’টি তদন্ত কমিটি তাদের রিপোর্ট ও সুপারশি দেওয়ার কথা ছিল ৭ কর্মদিবসের মধ্যে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট তানিয়া রহমান বলেন, জেলা প্রশাসক বাহিরে থাকায় সময় মতো প্রকাশ করা যায়নি। প্রতিবেদন প্রস্তুত রয়েছে দু’একদিনের মধ্যে প্রকাশ করা হবে।

কি কারণে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট তানিয়া রহমান বলেন, “তদন্ত কমিটির সদস্যদের সাথে নিয়ে অনুসন্ধানে জানা গেছে বিদ্যুৎ শট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।
পৌর কমিটির সদস্য কাউন্সিলর মনবীর রায় মঞ্জু বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।
এই অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Development by: webnewsdesign.com