‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০’-এর উদ্বোধন

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০ | ১:১৩ অপরাহ্ণ

‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০’-এর উদ্বোধন
apps

৩ দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ শুরু । ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে প্রথমবারের মতো ‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০’।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিনদিন ব্যাপী এ মেলা শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মেলায় পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির (ফাইভ জি) বিভিন্ন দিকসহ দেশের ডিজিটাল উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।

তিনদিন ব্যাপী মেলার প্রথমদিনের প্রথম পর্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৪টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে। মেলায় সরকারের মন্ত্রীবর্গসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক মন্ত্রণালয়ের সচিব নূর উর রহমান, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন প্রমুখ।

Development by: webnewsdesign.com