‘ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | ১২:২২ অপরাহ্ণ

‘ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
apps

‘দরিদ্র শীতার্তদের পাশে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি খ্রীষ্টান পাড়া গ্রামে দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে ১শ’ কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ।
এসময় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, দপ্তর সম্পাদক জুনাইদ কবির, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান সাজু, সাংস্কৃতিক সম্পাদক আরমান হোসেন, ক্রীড়া সম্পাদক আসিফ জামান, সদস্য সুজন আলী, আব্দুল আজিজ আরিফ, জুয়েল ইসলাম শান্ত, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্র নাথ ঝাঁ, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে ৬০ বছরের বৃদ্ধ সফিকুল ইসলাম বলেন, গত বছরের চেয়ে এবার ঠান্ডা অনেক বেশি। এই ঠান্ডায় বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে। এমন ঠান্ডায় সাংবাদিকরা গ্রামে এসে অসহায় মানুষদের কম্বল বিতরণ করলেন। সৃষ্টিকর্তা এসব সাংবাদিকদের ভালো করুক।
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ বলেন, শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশায় ঠাকুরগাঁওয়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে কষ্টে আছেন দরিদ্র মানুষগুলো। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Development by: webnewsdesign.com