ঝিকরগাছায় ৫ ক্লিনিকে সিভিল সার্জনের তালা

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ২:২১ অপরাহ্ণ

ঝিকরগাছায় ৫ ক্লিনিকে সিভিল সার্জনের তালা
apps

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় সিভিল সার্জনের পরিদর্শনের সংবাদ শুনে ক্লিনিক তালাবদ্ধ করে পালিয়েছেন তিন মালিক। এসময় ৫ টি ক্লিনিকে তালা ঝুলিয়ে দেন সিভিল সার্জন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন ঝিকরগাছার বাঁকড়ায় ঝটিকা পরিদর্শন করেন। পরিদর্শনের সংবাদ শুনে বাঁকড়া পারবাজারের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকের মালিক আব্দুর রশিদ, পারপাজার সার্জিক্যাল ক্লিনিকের মালিক লিলি খাতুন ও স্টার ক্লিনিকের মালিক আবুল হাসেম ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায়। সিভিল সার্জন এসে তাদের প্রতিষ্ঠান বন্ধ দেখতে পান।

কয়েক মাস আগে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বাঁকড়ায় পরিদর্শন করে ক্লিনিক চালানোর বৈধতা না থাকায় তাদের ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু তারা সিভিল সার্জনের নির্দেশ অমান্য করে যথানিয়মে ক্লিনিকের জমজমাট ব্যবসা চালিয়ে যান। শনিবার সিভিল সার্জন তাদের ক্লিনিকে গিয়ে প্রতিষ্ঠান খোলা পাননি। সিভিল সার্জন আসার আগেই তারা ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান।

এদিকে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বাঁকড়ায় ঝটিকা পরিদর্শনে গিয়ে বাঁকড়া সার্জিক্যাল ক্লিনিক, স্টার ক্লিনিক, পারবাজার কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক, পারবাজার সার্জিক্যাল ক্লিনিক, একতা মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দেন এবং সায়রা সার্জিক্যাল ক্লিনিক ও বিকে ডায়াগনস্টিক সেন্টার কে পুরোপুরি আইন মানার হুঁশিয়ারি করেন। তালাবদ্ধ মালিকদের ক্লিনিক চালানোর বৈধতা অর্জন করলে তাদের ক্লিনিক খুলে দেবেন বলে জানান। এ সময় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিনের সাথে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাবিবুর রহমান।

এ সময় সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন সাংবাদিকদের জানান, ক্লিনিক বিষয়ে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। কাগজপত্র ও নিয়ম মানলে বৈধতা দেয়া হবে।

Development by: webnewsdesign.com