জগন্নাথপুরে এক্সেভেটর মেশিন চাপায় নিহত ব্যক্তির দাফন

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৫৮ অপরাহ্ণ

জগন্নাথপুরে এক্সেভেটর মেশিন চাপায় নিহত ব্যক্তির দাফন
apps

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তার মাটি কাটার সময় এক্সেভেটর মেশিনের চাপায় নিহত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।

জানাযায়, বেশ কিছু দিন ধরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের একটি মাটির রাস্তা নির্মাণ চলছে। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় লাখ টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পান স্থানীয় ইউপি সদস্য কানন মিয়া। তবে রোববার রাস্তার কাজে মাটি কাটার সময় এক্সেভেটর মেশিন পাশে থাকা বাড়ির সীমানা দেয়ালের সাথে চাপা দিলে একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ছানা উল্লার (৩৭) মৃত্যু হয়।

 

খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহত ব্যক্তির ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সরজমিনে স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর থেকে এক্সেভেটর মেশিনের চালক পালিয়েছে। স্থানীয় ইউপি সদস্য কানন মিয়া বলেন, ঘটনাটি আপোষে নিস্পত্তি হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ বলেন, এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় এবং উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতিতে ময়না তদন্ত ছাড়া লাশটি দাফন করা হয়েছে।

Development by: webnewsdesign.com