কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ৫ জন করোনায় আক্রান্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ১০:৫১ অপরাহ্ণ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ৫ জন করোনায় আক্রান্ত
apps

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে চারজন পাসপোর্ট ও ভিসা উইংয়ের এবং একজন সোনালী ব্যাংকের প্রতিনিধি। এ কারণে ১৫ থেকে ১৯ নভেম্বর দূতাবাসের সব কার্যক্রম বন্ধ থাকবে। দূতাবাস এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দূতাবাসের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া পরিস্থিতির বিবেচনায় পরবর্তীতে পাসপোর্ট সেবা পুনরায় চালু হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অন্যান্য সেবাসমূহ ও জরুরি প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

Development by: webnewsdesign.com