কুড়িগ্রামে বাল্য বিবাহের হার কমানোর উপর সেমিনার অনুষ্ঠিত

শনিবার, ১২ মার্চ ২০২২ | ৭:৩০ অপরাহ্ণ

কুড়িগ্রামে বাল্য বিবাহের হার কমানোর উপর সেমিনার অনুষ্ঠিত
apps

কুড়িগ্রামে বাল্য বিবাহের হার কমানোর উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুড়িগ্রাম শেখ রাসেল অডিটরিয়ামে জেলা প্রশাসন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্থানীয় সহযোগী সংস্থা আরডিএস বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জিলুফা সুলতানা, ফুলবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র পরিচালক ও গার্লস রাইট্স হাব’র পরিচালক কাশফিয়া ফিরোজ এবং আরডিআরএস বাংলাদেশ’র হেড অব এডমিনিসন্ট্রেশন এন্ড জেনারেল সার্ভিস নজরুল গনি।
সেমিনারে জানানো হয়, জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গত ৫ বছরে কুড়িগ্রামে ১৫ বছরের নিচে বাল্যবিবাহের হার কমেছে ১১ শতাংশ। অনুষ্ঠানে বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো এবং বাল্য বিবাহমুক্ত জেলা গঠনে উপস্থিত সকলকে সাথে নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

Development by: webnewsdesign.com