ইসলামে পতিত জমি ব্যবস্থাপনা নিয়ে ইবিতে সেমিনার

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | ২:৩৭ অপরাহ্ণ

ইসলামে পতিত জমি ব্যবস্থাপনা নিয়ে ইবিতে সেমিনার
apps

ইসালামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামে পতিত জমি ব্যবস্থাপনা: একটি পর্যালোচনা’ শীর্ষক পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে পিএইচডি গবেষক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পিএইচ.ডি গবেষক শফিকুল ইসলাম। প্রবন্ধে ইসলামের দৃষ্টিতে পতিত জমির সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবস্থাপনা, প্রচলিত-অপ্রচলিত পতির জমির পরিমাণসহ পতিত জমির ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন ও প্রফেসর ড. মুজাহিদুর রহমান।

এছাড়া আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর নাসির উদ্দীন আজহারী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল কাদের, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com