ইন্টারনেটে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ৬:০৬ অপরাহ্ণ

ইন্টারনেটে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা
apps

রাজশাহীতে ইন্টারনেটে শিশুর যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সভা কক্ষে ‘ইন্টারনেটের অপব্যবহার এবং ট্রাভেল ও ট্যুরিজমের মাধ্যমে শিশুদের যৌন শোষণ প্রতিরাধ প্রকল্প’র অধীনে এ সভার আয়োজন করা হয়।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, নারী নেত্রী ও সমাজসেবী শাহীন আকতার রেনী ও রাজশাহীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মর্জিনা পারভীন।

সভার শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ ‘রাজশাহীতে অনলাইনে শিশুদের যৌন-নির্যাতন পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক’ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।

জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, নাগরিক জীবনে অনলাইন ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। সে জায়গা থেকে আমাদের শিশুরাও অনলাইন ব্যবহার করছে। শিশুদের অনলাইন ব্যবহারের সঠিক জ্ঞান না থাকায় তারা যৌন নির্যাতন বা হয়রানির শিকারও হচ্ছে। এসব হয়রানি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। যাতে করে আমাদের শিশুদের জন্য অনলাইন ব্যবহার নিরাপদ হয়ে উঠে।

সভায় অন্যদের মধ্যে রাজশাহীর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন, রাজশাহীর সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েল উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com