আমেরিকায় বিক্ষোভ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ | ২:৩৪ অপরাহ্ণ

আমেরিকায় বিক্ষোভ
apps

ভারতের প্রজাতন্ত্র দিবসে আমেরিকার অন্তত ৩০টি শহরে নয়া নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখালেন ভারতীয়-মার্কিনরা। নিউ ইয়র্ক, শিকাগো, হিউস্টন, আটলান্টা ও সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেটের সামনে স্লোগান ওঠে, ‘ভারত মাতা কি জয়’, ‘হিন্দু-মুসলিম-শিখ-ইশাই: আপস মে সব ভাই ভাই’। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে একটি পার্ক থেকে পাঁচশোরও বেশি মানুষ মিছিল করে ভারতীয় দূতাবাসের কাছে গাঁধী মূর্তি পর্যন্ত যান। পথে নেমেছিলেন সিএএ-র সমর্থক ভারতীয়-মার্কিনরাও। তাঁদের যুক্তি, ভারত প্রতিবেশী দেশগুলির সংখ্যালঘুদের প্রতি যত্নশীল। তাই এই আইন। এতে ভারতীয় নাগরিকদের উপরে কোনও প্রভাব পড়ার সুযোগ নেই। সমর্থকদের তুলনায় বিরোধীরাই সংখ্যায় বেশি ছিলেন পথে। শিকাগোয় কয়েক কিলোমিটার দীর্ঘ মানব-শৃঙ্খল গড়েন সিএএ-বিরোধীরা।

Development by: webnewsdesign.com