আবারও তাইওয়ানকে একত্র করার ঘোষণা দিলেন চীনা প্রেসিডেন্ট

শনিবার, ০৯ অক্টোবর ২০২১ | ১২:৫৮ অপরাহ্ণ

আবারও তাইওয়ানকে একত্র করার ঘোষণা দিলেন চীনা প্রেসিডেন্ট
apps

তাইওয়ানকে একত্র করার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে সংঘাতের মাধ্যমে নয়, শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানিয়েছেন তিনি।

তাইওয়ানকে মাতৃভূমি উল্লেখ করে শি জিনপিং বলেন, বিচ্ছিন্নতার বিরুদ্ধে চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে। তাইওয়ানকে একত্র করার ঐতিহাসিক কাজটি অবশ্যই সম্পন্ন করা উচিত এবং তা করা হবে। ‘এক দেশ-দুই ব্যবস্থা’ নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চান তিনি। যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে।

শি জিনপিংয়ের এমন কড়া হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল কার্যালয় জানিয়েছে, দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ। সূত্র: বিবিসি

Development by: webnewsdesign.com