সৈয়দ রেজওয়ান আহমদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় জগন্নাথপুরে আনন্দের বন্যা

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | ১২:৫২ অপরাহ্ণ

সৈয়দ রেজওয়ান আহমদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় জগন্নাথপুরে আনন্দের বন্যা
apps

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহরপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের মরহুম হাফিজ সৈয়দ বশারত আলীর সুযোগ্য সন্তান ও সৈয়দপুর ফাজিল মাদরাসার সফল অধ্য মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ডক্টর মোঃ রইছ উদদীন এর অধীনে “যাকাত ব্যবস্থাপনা ও আদায় পদ্ধতি : প্রোপট” বিষয়ে সৈয়দ রেজওয়ান আহমদ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন সৈয়দ রেজওয়ান আহমদ।
এর আগে ২০১৮ সালে ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্ঠিয়ার ৪র্থ সমাবর্তনে মাহমান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর কাছ থেকে এম ফিল ডিগ্রি লাভ এবং ২০০২ ও ১৯৯৯ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ২য় ও ৩য় সমাবর্তনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সৈয়দ রেজওয়ান আহমদ।
এদিকে-সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি সৈয়দ রেজওয়ান আহমদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় জগন্নাথপুরের সর্বত্র আনন্দের বন্যা বইছে। এছাড়া পিএইচডি ডিগ্রি অর্জন করায় সৈয়দ রেজওয়ান আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসকাবের সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিকদের পক্ষে অভিনন্দন জানিয়েছেন প্রেসকাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। অভিনন্দন জ্ঞাপনকারীরা সৈয়দ রেজওয়ান আহমদের আরো সফলতা ও দীর্ঘায়ূ কামনা করেন।

Development by: webnewsdesign.com