রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাজশাহী বিভাগের বগুড়ায় জেলায় মারা যান তারা।
এ দিন বিভাগে নতুন আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে দুইজন, বগুড়ায় ১০ জন, সিরাজগঞ্জে একজন এবং পাবনায় তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিভাগের ৩৫ জন করোনা রোগী সুস্থও হয়েছেন। এদের মধ্যে ২৬ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর একজন, সিরাজগঞ্জের ছয়জন এবং পাবনায় দুইজন সুস্থ হয়েছেন।
বিভাগে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে ৩১৩ জনে দাঁড়াল। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫২২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৪৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪৭৫ জন।
Development by: webnewsdesign.com