রাজশাহীর সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ৬:৫৫ অপরাহ্ণ

রাজশাহীর সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ
apps

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনের বিরুদ্ধে একজন সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। রাজশাহীর ওই সাংবাদিকের নাম সুজাউদ্দিন ছোটন। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় কাজ করেন।

প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে সাংবাদিক সুজাউদ্দিন ছোটন রোববার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিকের কাছে ওসি নিবারন চন্দ্র বর্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ওসি নিবারন চন্দ্র বর্মন সাংবাদিক ছোটনের সম্পর্কে আজেবাজে কথা বলে আসছিলেন। ছোটন এসব গুরুত্ব দেননি। কিন্তু গত বৃহস্পতিবার ওসি আবারও এক ব্যক্তির সামনে সাংবাদিক ছোটনকে নিয়ে আজেবাজে কথা বলেন এবং তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন। ওসির এমন হুমকির কারণে সাংবাদিক ছোটন আতঙ্কিত বলে অভিযোগে উল্লেখ করেছেন।

ওসি যে ব্যক্তির সামনে সাংবাদিক ছোটনকে হুমকি দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ওই ব্যক্তি বলেন, শুধু সাংবাদিক ছোটনই নয়, অন্যান্য সাংবাদিকদের সম্পর্কেও ওসি নিবারন চন্দ্র বর্মন খারাপ মন্তব্য করছিলেন। তিনি সাংবাদিক ছোটনকে হত্যার হুমকি দিয়েছেন, এটা সত্য। সম্প্রতি ওসিকে নিয়ে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় তিনি অন্যান্য সাংবাদিকদেরও দেখে নেয়ার হুমকি দিয়েছেন। ওই ব্যক্তি বলেন, তিনি ছাড়াও আরও কয়েকজন ওসির এমন কথাবার্তা শুনেছেন।

অভিযোগের বিষয়ে রোববার বিকালে বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, গতকাল (শনিবার) সাংবাদিক সুজাউদ্দিন ছোটনের সঙ্গে দেখা হয়েছে। আজও দেখা হয়েছে। কথা হয়েছে। তার সঙ্গে তো কোনরকম সমস্যা নেই। তিনি অভিযোগ করেছেন কি না তা জানি না। যদি এ ধরনের অভিযোগ করে থাকেন তবে তা মিথ্যা। এর কোন ভিত্তি নেই।

Development by: webnewsdesign.com