ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া সবাইকে আবার নতুন করে ভিসা নিয়ে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ৮:৫৫ অপরাহ্ণ

ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া সবাইকে আবার নতুন করে ভিসা নিয়ে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
apps

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে অবস্থানরত প্রায় ২৫ হাজার সৌদি প্রবাসীকে নতুন করে ভিসা নিতে হবে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) গালফ অঞ্চলের ছয়টি দেশ এবং মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী এবং শ্রমিক ইস্যুতে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। তিনি জানান, দেশটিতে যাদের কর্মসংস্থান আছে কিন্তু করোনাকালে দেশে আসার পর ভিসার মেয়াদ পেরিয়ে যায়, তাদের আবারও ভিসা নিয়েই দেশটিতে ফিরতে হবে।

এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যারা দেশে চলে এসেছিলেন তাদের মধ্য থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সেখানে চাকরি আছে তাদের নতুন করে ভিসা নিতে হবে। সৌদি কর্তৃপক্ষ ভিসা নতুন করে ইস্যু করবে বলে জানিয়েছে। এছাড়া দেশে অবস্থানরত প্রবাসীদের সৌদি আরবে কাজের জন্য যেতে চাইলে সেখানকার নিয়োগকর্তাদের ছাড়পত্র লাগবে বলে।

Development by: webnewsdesign.com