নেত্রকোনায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৫:৪৭ অপরাহ্ণ

নেত্রকোনায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
apps

নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের বড় বাজার এলাকায় নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার জান্নাত আফরোজ, সিভিল সার্জন মোঃ তাজুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমানসহ আরো অনেকে।

এসময় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। এছাড়াও জরুরী প্রয়োজনে ৯৯৯ এ ফোন করে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

Development by: webnewsdesign.com