নগরীতে রুডো’র ৭ দিনব্যাপি পোষাক তৈরী অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ | ৭:২৭ অপরাহ্ণ

নগরীতে রুডো’র ৭ দিনব্যাপি পোষাক তৈরী অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন
apps

রাজশাহী নগরীতে রুডো’র উদ্যোগে ও যুব উন্নয়ন অধিদপ্তর বোয়ালিয়ার সহযোগিতায় ৭ দিনব্যাপি যুব নারীদের পোষাক তৈরী অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে রুডো প্রশিক্ষণ কক্ষে পোষাক তৈরী অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন মাদক দ্রব্য অধিদপ্তরের মাস্টার ট্রেইনার ডা.এস কে রবিউল আকতার।

বোয়ালিয়া থানা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রুডো’র নির্বাহী পরিচালক সোহাগ আলী, রুডো ইয়ূথ গ্রুপের সভাপতি সাবিত্রী হেমব্রম। প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন সহকারী থানা যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী সরদার। প্রশিক্ষণ দিচ্ছেন রুডোর প্রশিক্ষক নবাব আলী।

পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্সে ২৫ জন যুব নারী অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের লফসের সৈৗজনে মাস্ক প্রদান করা হয়। এবং সামাজিক দুরত¦ বজায় রেখে প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে।

Development by: webnewsdesign.com