লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা করেছেন ম্যাচ রেফারি। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে হারের হতাশার পর এমন দুঃসংবাদ পেলেন শ্রেয়াস। ম্যাচে মন্থর ওভার রেটের কারণে তাকে এ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রথম ইনিংস শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে ২৩ মিনিট বেশি সময় নিয়েছেন দিল্লির অধিনায়ক।
ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস। হায়দরাবাদ ২০ ওভার খেলে ৪ উইকেটে করে ১৬২ রান। জবাবে ১৪৭ রানে থামে দিল্লি।
Development by: webnewsdesign.com