জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভীমপুর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে এক বিজিবি সদস্য জখম হয়েছেন। তার নাম শ্রী বরুণ কুমার।এ ঘটনায় বিজিবি সদস্যরা এক রাউন্ড গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে গেলেও এনামুল (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।আটক এনামুল উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আবদুল আজিজের ছেলে।মঙ্গলবার ভোরে ভীমপুর গ্রামের এমদাদুল মণ্ডলের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সাঈদ জানান, মঙ্গলবার ভোরে চোরাকারবারিদের দলের দুজন (পাইলট) সদস্যকে বিজিবিরা আটক করে।পরে চোরাকারবারির মূলহোতাদের ধরতে বিজিবি সদস্য বরুণ কুমার তাদের নিয়ে ভীমপুর গ্রামের বাঁশঝাড়ে ওঁৎ পেতে থাকে। এ সময় আটককৃতরা ল্যান্সনায়েক বরুণ কুমারের বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে গেলেও এনামুলকে আটক করা হয়।এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্য এক রাউন্ড গুলি ছোড়ে।
এ ঘটনায় বিজিবির আহত সদস্য বরুণ কুমারকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Development by: webnewsdesign.com