নেতাকর্মীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস

কুড়িগ্রামে পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন

শনিবার, ০২ এপ্রিল ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ

কুড়িগ্রামে পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন
apps

কুড়িগ্রামে পৌর যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।বুধবার কেন্দ্রীয় দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে শহিদুল ইসলাম শিমুল’কে আহবায়ক, একজনকে সদস্য সচিব ও একজন সিনিয়র যুগ্ম আহবায়ক সহ ৭ জন যুগ্ম আহবায়ক এবং বাকিদের সদস্য হিসেবে অন্র্Íভুক্ত করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এদিকে, কুড়িগ্রামে পৌর যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন  দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যুবদল কেন্দ্রীয়নির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, রংপুর বিভাগীয় টিম প্রধান রুহুল আমিন আকিল, বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক দফতর আশরাফুল হক রুবেল, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারন সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব আলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা।

অন্যদিকে, শহিদুল ইসলাম শিমুল’কে কুড়িগ্রাম পৌর যুবদলের আহবায়ক করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, শিমুল রাজনীতির তৃণমূলের ক্লিন ইমেজের ছেলে, সে রাজনৈতিক, বিভিন্ন সামাজিক ও মানবসেবা মুলক কর্মকান্ড করে থাকেন, তাকে পৌর যুবদলের আহবায়ক করায় সংগঠনের নেতাকর্মীরা খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত এবং তাদের মাঝে খুশির জোয়ার বইছে।

Development by: webnewsdesign.com