নড়াইলের কালিয়ায় চাচিকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় জহিরুল মোল্যা (২৫) নামে এক ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষক খুন হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতি বাজারে তাকে পিটিয়ে হত্যা করেছে নরপশুরা। সে নড়াগাতি গ্রামের আকুব্বার মোল্যার ছেলে। ওই ঘটনায় নিহতের গ্রাম জুড়ে আতংক ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ২ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন আগে নড়াগাতি গ্রামের মৃত তায়জল মোল্যার ছেলে জাহিদুল নিহত জহিরুলের আপন বিধবা চাচিকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। চাচিকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাবের ঘটনাটি জানতে পেরে জহিরুল ওই ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানানো ও লোক জানাজানিকে কেন্দ্র করে দুইজনের মধ্যে দ্বন্দ শুর হলে ওই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নড়াগাতি বাজারে দুই পক্ষের মধ্যে কাটাকাটি এক পর্যায়ে প্রতিপক্ষের সমর্থকরা জহিরুলকে পিটিয়ে মারাত্মক আহত করলে তাকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাত ৯ টার দিকে খুমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের টুটুল লস্কার (৩২), রনি লস্কার (২৮) ও হান্নান মোল্যাকে (৫৫) আটক করেছে। উপজেলার নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুনিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
Development by: webnewsdesign.com