কাজিপুরের সন্তান সাজিদ সাজ্জাদ’র পিএইচডি ডিগ্রী লাভ

রবিবার, ২২ নভেম্বর ২০২০ | ৩:৫৯ অপরাহ্ণ

কাজিপুরের সন্তান সাজিদ সাজ্জাদ’র পিএইচডি ডিগ্রী লাভ
apps

কাজিপুরের কৃতি সন্তান,বিশ্ববিদ্যালয় থিয়েটার, রাজশাহীর নাট্যজন এবং রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ-এর শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন ওরফে সাজিদ সাজ্জাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন।

গত ২৭ অক্টোবর, ২০২০ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এবং গত ১৪ নভেম্বর, ২০২০ অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫০২তম সভায় এই পিএইচডি ডিগ্রী অনুমোদন দেয়া হয়। তার পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম ছিল “PROBLEMS AND OPPORTUNITIES OF EDUCATION FOR THE PEOPLE LIVING IN POLDER AREAS IN BANGLADESH: A STUDY ON RAJSHAHI DISTRICT.” গবেষকের গবেষণা সুপারভাইজর ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সম্মানিত প্রফেসর ড. মোঃ শাহীদুর রহমান চৌধুরী।

পরীক্ষক বোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল খান এবং ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সম্মানিত প্রফেসর ড. সঞ্জয় রায়। ড.মোঃ সাজ্জাদ হোসেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পরাণপুর গ্রামের মোঃ আতাহার হোসেন এবং মোছাঃ সাজেদা বেগমের দ্বিতীয় সন্তান।

তার এই প্রাপ্তিতে তিনি মহান আল্লাহুতায়ালার প্রতি শুকরিয়া আদায় করেছেন। তিনি ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে আগ্রহী। তিনি সকলের দোয়া প্রার্থী।

Development by: webnewsdesign.com