অধিকার আদায় করে নিতে হবে ঐক্যবদ্ধ হয়ে : ড. কামাল

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ৫:৩৮ অপরাহ্ণ

অধিকার আদায় করে নিতে হবে ঐক্যবদ্ধ হয়ে : ড. কামাল
apps

ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর এবং মুক্তির দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।আজকে আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষের অধিকার হচ্ছে, দেশে গণতন্ত্র থাকবে। প্রকৃত অর্থে নির্বাচিত সদস্যরা দেশ পরিচালনা করবেন।’

 

তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজের অধিকার আদায় করে নিতে হবে।তিনি বলেন, ‘দেশের ইতিহাস থেকে আমরা দেখেছি, জনগণকে বঞ্চিত করে এখানে কেউ স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেনি। আজকে যারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাদের সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেখা উচিত। বাঙালি জাতি কখনই স্বৈরতন্ত্রকে মেনে নেয়নি, নেবেও না।’খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ‘স্বাধীনতার এতোদিন পরেও দেশে বিরোধীদলের নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভা করতে হবে, দাবি করতে হবে, এটা অকল্পনীয়-কষ্টের বিষয়।’সভায় আরও বক্তব্য রাখেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মহসীন রশিদসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

Development by: webnewsdesign.com