যথাযথ মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। যার আয়োজন করে স্থানীয় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা।
কাতারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মাদ জসীম উদ্দিন।
কুয়েতেও উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।
এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। আলোচনায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বক্তব্য রাখেন।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে। হাইকমিশনের প্রথম সচিব তাহমিনা ইয়াসমিনের অনুষ্ঠান সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার।
জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে উদযাপিত হয়েছে বিজয়ের ৪৯তম বার্ষিকী। বিজয় দিবসের বাণী পাঠ করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াসহ দূতাবাসের অন্যান কর্মকর্তারা। বক্তব্য রাখেন নর্দরাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অনারারী কনসাল হাসনাত মিয়াসহ জার্মান ও বার্লিন আওয়ামী লীগের নেতারা।
বক্তারা এ সময় বঙ্গবন্ধুর গড়া সোনার বাংলাকে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান।
Development by: webnewsdesign.com