পুলিশের ধাওয়া খেয়ে সুরমায় ঝাঁপ পরে মিলল মৃতদেহ

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১:০৪ অপরাহ্ণ

পুলিশের ধাওয়া খেয়ে সুরমায় ঝাঁপ পরে মিলল মৃতদেহ
apps

সুনামগঞ্জের ছাতকে পুলিশের ধাওয়া খেয়ে সুরমা নদীতে পড়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মোগলপাড়া এলাকায় সুরমা নদীতে ডুবে মারা যান তিনি।

রাত ৮টার দিকে মোহাম্মদ আলীর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি শহরের মোগলপাড়া এলাকার মৃত সাহেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মোগলপাড়া এলাকার সুরমা নদীর তীরে বাঁধা একটি নৌকায় মোহাম্মদ আলীসহ কয়েক জন লোক তাস খেলছিলেন। খবর পেয়ে ছাতক থানার এএসআই মহিউদ্দিন ও কনস্টেবল ইকবাল নৌকায় তাস খেলায় অংশগ্রহণকারীদের ধাওয়া করেন।

 

পুলিশের ধাওয়া খেয়ে খেলা ফেলে নৌকার পেছন দিক দিয়ে পালাতে গিয়ে সুরমা নদীতে ঝাপ দেন তারা। একপর্যায়ে সাঁতার কেটে অন্যারা তীরে উঠলেও মোহাম্মদ আলী পানিতে তলিয়ে নিখোঁজ হন। রাত ৮টার দিকে সুরমা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিলে এ ঘটনা ঘটে।’

Development by: webnewsdesign.com